BASIC COMPUTER QUESTIONS ANSWERS IN BENGALI
Basic Computer Questions Answers in Bengali
প্রথম অধ্যায় ঃ কম্পিউটার পরিচয় ও তার প্রয়োজনীয়তা
শ্রেণি - পঞ্চম
১) নীচের উক্তিগুলি সত্য অথবা মিথ্যা লেখো -
i) 'Compute' শব্দ থেকে Computer কথাটির উৎপত্তি হয়েছে - সত্য
ii) Computer খুব ধীর গতিতে কাজ করে - মিথ্যা
iii) Computer গানিতিক ও যুক্তিমূলক সমস্যার সমাধান করে - সত্য
iv) Computer যে কোনও গণনার কাজ নির্ভুল ভাবে করতে পারে - সত্য
v) Computer এ Games খেলা যায় না - মিথ্যা
vi) Computer-এর পরিশ্রম ক্ষমতা মানুষের থেকে বেশী - সত্য
vii) Computer এর
প্রধান দুটি অংশ Input Device এবং
Output Device - মিথ্যা
viii) Joystick হল
Computer Games খেলার একটি আদর্শ একটি Input Device – সত্য
ix)Computer-এ
Keyboard ব্যবহার আবশ্যিক – সত্য
x)Computer-এর
নিজস্ব কোনও বুদ্ধি নেই – সত্য
xi)Calculator
সমস্ত রকম যুক্তিমূলক সিদ্ধান্ত নিতে পারে – মিথ্যা
xii)Computer
Virus এর আক্রমনে Computer-এর সমস্ত তথ্য নষ্ট হতে পারে – সত্য
xiii)Electric
ছাড়া Computer চালানো যায় – মিথ্যা
xiv)Printer হল
এক ধরনের Input Device – মিথ্যা
xv)Computer এ
Electronics Circuit ব্যবহার হয় – সত্য
xvi)Computer
যে ফলাফল দেয় তাকে Input বলে – মিথ্যা
xvii)ATM মেশিন
একটি Computer – সত্য
xviii)CPU হল
একটি Output Device – মিথ্যা
xix)Keyboard-এ
100 টিরও বেশী Key থাকে – সত্য
xx) Speaker হল
একটি Output Device - সত্য
২) শূন্যস্থান পূরণ কর –
i) Computer হল
একটি বিদ্যুৎচালিত যন্ত্র যা গানিতিক ও যুক্তিমূলক সমস্যার সমাধান করতে পারে।
ii) Computer
একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা নির্দেশ অনুযায়ী পরপর কাজ করে।
iii)Computer
এর ভিতরে অনেকগুলি Electronics যন্ত্র রয়েছে, যাদের Hardware বলে।
iv)একটি
Computer System এর প্রধানত চারটি অংশ থাকে।
v)Computer দ্বারা
পরিচালিত ATM ব্যবস্থার মাধ্যমে টাকা তোলা যায়।
vi)CPU এর সম্পূর্ণ
অর্থ Central Processing Unit.
vii)Computer
এ সমস্ত তথ্য জমা থাকে Hard disk এ।
viii)Keyboard
হল Computer এর প্রধান Input Device.
ix)Monitor
হল Computer এর প্রধান Output Device.
x)Mouse হল
Computer এ ব্যাবহিত একটি Input Device.
xi)মহাকাশ গবেষণায় উপগ্রহ গুলি Computer এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।
xii)Calculator
কোনও যুক্তিমূলক সিধান্ত নিতে পারে না।
xiii)Internet
ব্যবহার করার জন্য Computer প্রয়োজন।
xiv)একাধিক কাজ
একসাথে করার ক্ষমতাকে বলা হয় Multitasking.
Computer এর প্রধান বৈশিষ্ট্য গুলি হল –
ü গতি (Speed)
ü সঞ্চয় ক্ষমতা (Storage Capacity)
ü নির্ভুলতা (Accuracy)
ü পরিশ্রম ক্ষমতা (Deligence)
ü বহুমুখী ক্ষমতা(Versatility)
ü স্বয়ংক্রিয়তা (Automotion)
iii) Computer এর প্রধানত কয়টি অংশ থাকে এবং কি কি ?
Computer এর মূলত চারটি অংশ। Input Unit, Processing, Output Unit এবং Memory Unit.
iv) Input Device কাকে বলে ?
যে যন্ত্রগুলির দ্বারা Computer কে কোনো নির্দেশ দেওয়া হয় সেই যন্ত্র গুলিকে Input Device বলা হয়।
v) কয়েকটি Input Device এর নাম লেখ।
কয়েকটি Input Device হল - Keyboard, Mouse, Scanner, Microphone ইত্যাদি ।
vi) Output Device কাকে বলে ?
যে যন্ত্রগুলির সাহায্যে Computer আমাদেরকে সমস্ত রকম কাজের ফলাফল প্রদান করে অর্থাৎ Output প্রদান করে সেই যন্ত্রগুলিকে Output Device বলে।
vii) কয়েকটি Output Device এর নাম লেখ।
কয়েকটি Output Device হল - Monitor, Speaker, Printer, Projector ইত্যাদি ।
viii) Computer এর Processing Device কাজ কি ?
প্রসেসিং ডিভাইস ইনপুট ডিভাইস থেকে বিভিন্ন তথ্য গ্রহণ করে সেই সকল তথ্য কে প্রসেসিং করে এবং তার ফলাফল আউটপুট ডিভাইস এ পাঠায়।
8) সঠিক উত্তর নির্বাচন করো -
i) একটি কম্পিউটারের প্রধানত দুটি / তিনটি অংশ থাকে।
ii) Plotter / Mouse হল একটি Input Device.
iii) বর্তমানে টাইপ রাইটার / কম্পিউটারের সাহায্যে ই-মেল করা যায়।
iv) ভাইরাস /ব্যাকটেরিয়ার আক্রমণে কম্পিউটারের সমস্ত প্রোগ্রাম নষ্ট হয়ে যায়।
v) একটি কম্পিউটারের সমস্ত তথ্য এর ফলাফল মনিটর/মাউস এ দেখা যায়।
৫. বাম দিকের সঙ্গে ডানদিকের সমতা বিধান করে লেখ -
বাম দিক ডান দিক
ক) মাউস - ৪) একটি ইনপুট ডিভাইস।
খ) প্রিন্টার - ৩) একটি আউটপুট ডিভাইস।
গ) CPU - ২) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
ঘ) ভাইরাস - ৫) এর আক্রমণে কম্পিউটারের ক্ষতি সাধিত হয়।
ঙ) ক্যালকুলেটর - ১) একটি গাণিতিক হিসাব করার যন্ত্র।
কম্পিউটার শুধুমাত্র গাণিতিক সমস্যার সমাধান করে।
উত্তরমুছুনসত্য না মিথ্যা হবে?
মিথ্যা
মুছুনতথ্য আদান প্রদান ও ইমেল করতে কম্পিউটার ব্যবহার করা হয়।
উত্তরমুছুনসত্য না মিথ্যা হবে?
সত্যি
মুছুনসত্য
উত্তরমুছুনমিথ্যা
উত্তরমুছুন