COMPUTER HARDWARE & SOFTWARE IN BENGALI LANGUAGE

COMPUTER HARDWARE & SOFTWARE IN BENGALI LANGUAGE
কম্পিউটার হার্ডওয়্যার কয় প্রকার ও কি কি ?
কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটার সাথে যুক্ত যন্ত্রপাতি গুলিকে চার ভাগে ভাগ করা হয়েছে 
১) ইনপুট ডিভাইস
    যে সকল যন্ত্রপাতি গুলির সাহায্যে আমরা কম্পিউটার কে ইনপুট বা নির্দেশ দিতে পারি, তাদের ইনপুট ডিভাইস বলে। যেমন - মাউস, কী বোর্ড, স্ক্যানার, ফ্রিঙ্গের প্রিন্ট রিডার প্রভৃতি।
২) আউটপুট ডিভাইস
    যে সকল যন্ত্রপাতি গুলির সাহায্যে কম্পিউটার আমাদেরকে আউটপুট বা ফলাফল প্রকাশ করতে পারি, তাদের আউটপুট ডিভাইস বলে। যেমন - মনিটর, প্রিন্টার, স্পিকার প্রভৃতি।
৩) মেমোরি ডিভাইস
    যে সকল যন্ত্রপাতি গুলির সাহায্যে কম্পিউটার বিভিন্ন তথ্য কে সংরক্ষিত করে রাখে, তাদের মেমোরি ডিভাইস বলে। যেমন - হার্ডডিস্ক, মেমোরি কার্ড প্রভৃতি।
৪) প্রসেসিং ডিভাইস
    যে সকল যন্ত্রপাতি গুলির সাহায্যে কম্পিউটার গননা কার্য সম্পূর্ণ করে, তাদের প্রসেসিং ডিভাইস বলে। যেমন - প্রসেসর প্রভৃতি।  




এই সম্পূর্ণ ব্যাবস্থা বা সিস্টেমটি নিয়ন্ত্রিত হয় অপারেটিং সিস্টেম সফটওয়্যার-এর মাধ্যমে।


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

BASIC COMPUTER QUESTIONS ANSWERS IN BENGALI