COMPUTER MEMORY IN BENGALI LANGUAGE

 

COMPUTER MEMORY IN BENGALI LANGUAGE 

Memory Device 

যে Device গুলির মাধ্যমে Data Store/Save করে রাখা হয়, তাদের Memory Device বলে

ü  Computer Memory Device গুলিতে  Binary Digit (0,1) ব্যবহার করে Data Store করে

ü  প্রয়োজনে পরবর্তী সময়ে Store করা Data ব্যবহার করতে পারে

ü   প্রয়োজনে Store করা Data তে কিছু পরিবর্তন করতে পারে

ü  প্রয়োজনে Store করা  Data মুছেও ফেলতে পারে


MEMORY UNITS IN BENGALI LANGUAGE

Digital Data পরিমাপের একক

Bit = One Binary Digit ( 1 or 0)

4 Bit = Nibble

8 Bit = 1 Byte

1024 Bytes = 1 Kilobyte (KB)

1024 KB = 1 Megabyte (MB)

1024 MB = 1 Gigabyte (GB)

1024 GB = 1 Terabyte (TB)

1024 TB = 1 Petabyte (PB)

1024 PB = 1 Exabyte (EB)

1024 EB = 1 Zettabyte (ZB)

1024 ZB = 1 Yottabyte (YB)

[ মনে রাখতে হবে, ছোটো হাতের b মানে bit বোঝায় এবং বড় হাতের B মানে byte বোঝায় । যেমন, Kb হল Kilobit এবং KB হল Kilobyte. ]

একটি Memory Device- যত গুলি Binary Digit বা Bit সংরক্ষণ করা যায়সেই পরিমানকেই ওই Memory Device-এর Storage Capacity বলা হয়

যেমন

CD-এর Storage Capacity   700 MBতার মানে CD টি তে

700 MB X 1024 = 7,16,800 KB

716800 KB X 1024 = 73,40,03,200 Byte

734003200 Byte X 8 = 587,20,25,600 টি Bit Store করা যাবে

 



         TYPES OF MEMORY IN BENGALI LANGUAGE



PRIMARY MEMORY

যে Memory Device গুলি CPU বা Processor-এর সাথে সরাসরি Data আদান-প্রদান করতে পারে, তাদের Primary Memory বলা হয় যেমন RAM, ROM, Cache Memory.

বৈশিষ্ট্য :

v  এগুলি Semiconductor Memory

v  এটি Main Memory হিসাবে পরিচিত।

v  সাধারণত Volatile Memory

v  পাওয়ার স্যুইচ অফ হয়ে গেলে ডেটা Primary Memory  থেকে Delete হয়ে যায়।

v  Secondary Memory -এর তুলনায় দ্রুত Data আদান-প্রদান করতে পারে

v  একটি কম্পিউটার Primary Memory ছাড়া চলতে পারে না


SECONDARY MEMORY


যে Memory Device গুলি CPU বা Processor-এর সাথে সরাসরি Data আদান-প্রদান করতে পারে না, তবে স্থায়ী ভাবে Data store করে রাখতে পারে,  তাদের Secondary Memory বলা হয় যেমন Hard disk, CD, DVD, Pen drive, SSD etc.

 বৈশিষ্ট্য :

v  এগুলি Magnetic, Optical এবং  Flash Memory

v  এটি Backup Memory হিসাবে পরিচিত।

v  এটি Non-volatile Memory

v  বিদ্যুৎ বন্ধ থাকলেও Data স্থায়ীভাবে সংরক্ষিত থাকে

v  Secondary Memory  গুলি Computer - Data সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।

v  Secondary Memory ছাড়াই Computer চলতে পারে।

v  Primary Memory -এর তুলনায় ধীর গতিতে Data আদান-প্রদান করতে পারে


কম্পিউটার মেমোরি কি ?




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

BASIC COMPUTER QUESTIONS ANSWERS IN BENGALI