WHAT IS COMPUTER IN BENGALI LANGUAGE
WHAT IS COMPUTER IN BENGALI LANGUAGE
কম্পিউটার কি ?
যে যন্ত্রপাতি গুলি কম্পিউট বা গননা করতে পারে, তাদের কম্পিউটার বলে।
কম্পিউটার এর কয়টি আংশ ও কি কি ?
কম্পিউটার এর মুলত দুইটি আংশ -
১) হার্ডওয়্যার
২) সফটওয়্যার
কম্পিউটার হার্ডওয়্যার কি ?
কম্পিউটার এর সঙ্গে যুক্ত সমস্ত যন্ত্রপাতি গুলি এক একটি কম্পিউটার হার্ডওয়্যার। যেমন - মনিটর, মাউস, কী বোর্ড প্রভৃতি।
কম্পিউটার সফটওয়্যার কি ?
সফটওয়্যার হল, একাধিক কম্পিউটার প্রোগ্রাম এর সমষ্টি, যা কোনও নির্দিষ্ট সমস্যা কম্পিউটার এর মাধ্যমে সমাধান করতে আমাদের সাহায্য করে। যেমন - ক্যালকুলেটর, পেইন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাড প্রভৃতি।
কম্পিউটার প্রোগ্রাম কি ?
কম্পিউটার এর মেমোরি তে নিধারিত যে পদ্ধতি আনুসারে কম্পিউটার কোনও গননা কার্য সম্পূর্ণ করে, সেই পদ্ধতিকে কম্পিউটার প্রোগ্রাম বলে।
তাই কম্পিউটার এ বিভিন্ন কার্য সম্পাদন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার হয়।
Yes it is rite
উত্তরমুছুনকম্পিউটার মানে কি?
মুছুনপরিগনক যন্ত্র
মুছুনYes, গনক যন্ত্র
মুছুন