পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

COMPUTER HARDWARE & SOFTWARE IN BENGALI LANGUAGE

ছবি
COMPUTER HARDWARE & SOFTWARE IN BENGALI LANGUAGE কম্পিউটার হার্ডওয়্যার কয় প্রকার ও কি কি ? কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটার সাথে যুক্ত যন্ত্রপাতি গুলিকে চার ভাগে ভাগ করা হয়েছে  ১) ইনপুট ডিভাইস     যে সকল যন্ত্রপাতি গুলির সাহায্যে আমরা কম্পিউটার কে ইনপুট বা নির্দেশ দিতে পারি, তাদের ইনপুট ডিভাইস বলে। যেমন - মাউস, কী বোর্ড, স্ক্যানার, ফ্রিঙ্গের প্রিন্ট রিডার প্রভৃতি। ২) আউটপুট ডিভাইস     যে সকল যন্ত্রপাতি গুলির সাহায্যে কম্পিউটার আমাদেরকে আউটপুট বা ফলাফল প্রকাশ করতে পারি, তাদের আউটপুট ডিভাইস বলে। যেমন - মনিটর, প্রিন্টার, স্পিকার প্রভৃতি। ৩) মেমোরি ডিভাইস     যে সকল যন্ত্রপাতি গুলির সাহায্যে কম্পিউটার বিভিন্ন তথ্য কে সংরক্ষিত করে রাখে, তাদের মেমোরি ডিভাইস বলে। যেমন - হার্ডডিস্ক, মেমোরি কার্ড প্রভৃতি। ৪) প্রসেসিং ডিভাইস     যে সকল যন্ত্রপাতি গুলির সাহায্যে কম্পিউটার গননা কার্য সম্পূর্ণ করে, তাদের প্রসেসিং ডিভাইস বলে। যেমন - প্রসেসর প্রভৃতি।   এই সম্পূর্ণ ব্যাবস্থা বা সিস্টেমটি নিয়ন্ত্রিত হয় অপারেটিং ...

WHAT IS COMPUTER IN BENGALI LANGUAGE

ছবি
WHAT IS COMPUTER IN BENGALI LANGUAGE   কম্পিউটার কি ? যে যন্ত্রপাতি গুলি কম্পিউট বা গননা করতে পারে, তাদের কম্পিউটার বলে।  কম্পিউটার গননা করার মাধ্যমে নানা প্রকার কার্য সম্পাদন করে। কম্পিউটার এর কয়টি আংশ ও কি কি ? কম্পিউটার এর মুলত দুইটি আংশ - ১) হার্ডওয়্যার ২) সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার কি ? কম্পিউটার এর সঙ্গে যুক্ত সমস্ত যন্ত্রপাতি গুলি এক একটি কম্পিউটার হার্ডওয়্যার। যেমন - মনিটর, মাউস, কী বোর্ড প্রভৃতি। কম্পিউটার সফটওয়্যার কি ? সফটওয়্যার হল, একাধিক কম্পিউটার প্রোগ্রাম এর সমষ্টি, যা কোনও নির্দিষ্ট সমস্যা কম্পিউটার এর মাধ্যমে সমাধান করতে আমাদের সাহায্য করে। যেমন - ক্যালকুলেটর, পেইন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাড  প্রভৃতি। কম্পিউটার প্রোগ্রাম কি ? কম্পিউটার এর মেমোরি তে নিধারিত যে পদ্ধতি আনুসারে কম্পিউটার কোনও গননা কার্য সম্পূর্ণ করে, সেই পদ্ধতিকে কম্পিউটার প্রোগ্রাম বলে।  তাই কম্পিউটার এ বিভিন্ন কার্য সম্পাদন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার হয়।