DBMS ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি ?

১. ডেটা কাকে বলে? 
কোন ব্যাক্তি বস্তু বা বিষয় সম্পর্কিত শব্দ বা সংখ্যা, যা পৃথকভাবে কোন অর্থ বহন করে না সেই শব্দ বা সংখ্যায় হলো ডেটা. 

২. ডেটাবেস কি? 
ডেটাবেস হল কতকগুলি ডেটা ফাইলের সংরক্ষণ।

৩. ডেটাবেস  সিস্টেম কি? 
ডেটাবেস বা DBMS হলো ডেটাবেস এবং ডেটাবেস পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামসমূহ এর সমন্বয়।

৪. ডেটাবেসের প্রধান উপাদান কি? 
ডেটাবেসের প্রধান উপাদান হলো ডেটা আইটেম।

৫. ফাইল কি? 
ক্রমানুসারে সজ্জিত কতগুলি পরস্পর সম্পর্কিত রেকর্ডের সমষ্টিকে বলা হয়।

৬. রেকর্ড কি? 
কতকগুলি পরস্পর সম্পর্কিত ফিল্ড সমূহকে একত্রে রেকর্ড বলা হয়।

৭. ফিল্ড কি? 
ব্যবহারকারীর কাছে অর্থবহ ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম একক হল ফিল্ড।




৮. ডাটাবেস ল্যাংগুয়েজ কি এবং কয় প্রকার? 
ডেটাবেস তৈরি করা, পরিচালনা করা এবং তা নিয়ন্ত্রণ করার জন্য যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় তাকে ডেটাবেস ল্যাংগুয়েজ বলা হয়. 
Example :

ডেটাবেস ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত কমেন্ট বা কিওয়ার্ড  গুলি  তিন প্রকার - DDL, DML, DCL

DDL - Data Defination Language : ডেটাবেস ল্যাঙ্গুয়েজে যে কমেন্ট বা কিওয়ার্ড গুলির মাধ্যমে ডেটাবেসের স্ট্রাকচার তৈরি করা হয় অর্থাৎ নতুন টেবিল তৈরি করা যায়, পরিবর্তন করা যায় এবং  মুছে ফেলা যায়. 

Example : 
CREATE
এই কমেন্টের সাহায্যে ডেটাবেসে টেবিল তৈরি করা যায়

ALTER
এর সাহায্যে টেবিল এর ফিল্ড বা attribute গুলির  বৈশিষ্ট্য পরিবর্তন করা যায়.

DROP
টেবিল মুছে ফেলার জন্য. 

RENAME
টেবিলের নাম পরিবর্তন করা হয়

RUNCATE
টেবিলের মধ্যস্থ সমস্ত রেকর্ড মুছে ফেলার জন্য. 

DML - Data Manipulation Language : ডেটাবেস ল্যাঙ্গুয়েজে যে কমেন্ট বা কিওয়ার্ড গুলির মাধ্যমে  ডাটাবেসে নতুন তথ্য সংযোজন বিয়োজন বা আপডেট বিশ্লেষণ ও প্রয়োজনীয় তথ্য মুছে ফেলা বা প্রয়োজনীয় তথ্য খুঁজে বার করা ইত্যাদি কাজ গুলি করা যায়. 

Example : SELECT, INSERT, UPDATE, DELETE etc. 

DCL - Data Control Language : ডেটাবেজ ল্যাঙ্গুয়েজে যে কমেন্ট বা কিওয়ার্ড গুলির মাধ্যমে ডেটাবেসে তথ্যের নিরাপত্তা সম্পূর্ণ বিষয়টি যেমন কোনো তথ্য ব্যবহার করার অনুমতি দেওয়া বা তা প্রত্যাহার করা ইত্যাদি বিষয় গুলি নিয়ন্ত্রণ করা যায়. 

Example : GRANT, REVOKE etc. 





মন্তব্যসমূহ