Computer Software এর প্রাথমিক ধারণা
সংক্ষিপ্ত প্রশ্ন (অষ্টম শ্রেণি) বিষয় ঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন ১.১ System Software কাকে বলে ? উত্তর - যে Software গুলি Computer System কে চালাতে এবং তার সমস্ত কাজকর্ম নিয়ন্ত্রন করতে ব্যবহার হয়, তাদের System Software বলে। Operating System এবং Language Processor হল System Software এর দুটি গুরুত্ব পূর্ণ উদাহরণ। ১.২ Operating System কাকে বলে ? অপারেটিং সিস্টেমের কাজ কি ? উত্তর - Operating System হল একটি System Software যার সাহায্যে Computer এরসমস্ত কাজকর্ম নিয়ন্ত্রন করা হয় এবং User বা কম্পিউটার ব্যবহারকারী সঙ্গে কম্পিউটারের যোগসুত্র তৈরি করা হয়। অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটারকে চালানো হয় বা কার্যকরী তোলা হয়। উদাহরণ স্বরূপ বলা যায় সিস্টেম সফটওয়্যার এর মাধ্যমে কম্পিউটার হার্ডওয়ার যন্ত্রাংশ গুলি, অর্থাৎ, হার্ডডিস্ক, কীবোর্ড, মাউস, মনিটর কে ব্যবহার করে আমরা কম্পিউটার ব্যবহার করি । UNIX, LINUX, MS DOS, Windows XP, Windows 7, Windows 10, Windows 11, Chrome OS, Mac OS, Android 12, iOS 15 হল কয়েকটি জনপ্রিয় Operating System. অপারেটিং সিস্টেমের কাজ ...